হাতিয়ায় ফেসবুক ও জিমেইল আইডি হ্যাক করে প্রতারণা করে আসতেছে এক যুবক !

শাহাদাত হোসেন, হাতিয়া প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে ফেসবুক ও জিমেইল আইডি হ্যাক করে প্রতারণা করে আসছে এক যুবক নাম তার রহমত। সে হাতিয়ার ১নং হরণী ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠে আহাম্মেদ শাকিল নামে এক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে, তার নাম ও পরিচয়ে মোঃ জুয়েল ডাক্তার নামক এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রচার করে। এতে আহমেদ শাকিল সামাজিকভাবে চরম অপমান ও মানসিক নির্যাতনের শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমত শুধু হয়রানিমূলক পোস্ট ছড়ানোই নয়, সে বিকাশের মাধ্যমে সাধারণ মানুষের টাকা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য সরকারি সহায়তার টাকা হ্যাক করে আত্মসাৎ করতো।

এছাড়া সে বিভিন্ন মানুষের ফেসবুক ও জিমেইল আইডি হ্যাক করে তাদের বন্ধু-স্বজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতো।
সম্প্রতি হাতিয়া বাজারের মাইনুদ্দিন নামে এক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা চাওয়া হয়, যা নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগীরা হ্যাকারের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ আর কারও পরিচয়ে মিথ্যা প্রচার বা অর্থ আত্মসাৎ করতে না পারে।

সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির আহ্বান জানাচ্ছে সচেতন মহল।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন