শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র-রক্ত-লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্র, রক্ত আর লাশের মিছিল দেশবাসী আর দেখতে চায় না। বুধবার রাজধানীর পল্টনে বিশিষ্টজনদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এসয়ম শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে সবার অবদানকে মর্যাদা দিতেই কারও তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

ফ্যাসিস্ট আমলের সব কিছুতে পরিবর্তন আনতে কাজ করছে শিবির। তিনি বলেন, ভালো কাজগুলোকে আরও বেগবান করতে কাজ করছে ইসলামী ছাত্রশিবির।

বুধবার রাজধানীর হোটেল জোনাকির কনফারেন্স হলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলে দেয়া বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, অনেক রক্তের বিনিময়ে দফায় দফায় এ জাতির মুক্তি এবং স্বাধীনতার স্বাদ পাওয়ার প্রত্যাশা করেছিল, সে প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ২৪-এর আন্দোলন এবং ত্যাগের মধ্য দিয়ে নতুন একটি মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা জন্ম নিয়েছে, আমরা সাধারণ অভিভাবক হিসেবে প্রত্যাশা করি-আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। এখান থেকে চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক যেন বের হয়ে আসতে পারে।

তিনি বলেন, এ অভিযাত্রায় ইসলামী ছাত্রশিবির তার অনেক প্রিয় সঙ্গীদের হারিয়েছে। পাশাপাশি অনেক মেধাবী ছাত্ররা বিভিন্ন সময়ে জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশেষ করে চব্বিশের যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে, এসময়টায় চোখের সামনে পাখির মত গুলি করে আমাদের সন্তান ও সহকর্মীদের হত্যা করা হয়েছে। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন, সেই দোয়া করেন। আরও যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করেন তিনি।

পুলিশের ওপর প্রকাশ্যে হামলার প্রতিবাদ জানিয়ে শিবির সভাপতি বলেন, যাদের কারণে ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠছে, সেই শাহবাগীরা আবারও জেগে উঠেছে। তাদের যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন