যায়ীমা তাসনীম’র জন্মদিন উপলক্ষে মুহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শিশুদের মাঝে বস্ত্র বিতরণ

মুহাম্মদ ফাউন্ডেশনের পরিচালক যায়ীমা তাসনীম’র জন্মদিনে ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় শিশুদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

 

১২ মে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতির হলরুমে যায়ীমা তাসনীমের ১৮তম জন্মদিন পালন করা হয়। দোয়া ও কেক কাটা পর ১০০ অসহায় শিশুদের মাঝে মিষ্টি বিতরণসহ বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো আফাজ উদ্দিন।

 

এসময় মুহাম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারিয়া তাসনীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সদস্য মো. আলাউদ্দিন সরকার টিপু, উত্তরা ১১ নং সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ জামান, বিমান বন্দর থানা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খান, খিলখেত থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন দেওয়ান, পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলায়মান হাসান, খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার, পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন, পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, পশ্চিম থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন অনিক,পশ্চিম থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল পাশাসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন