
গাজীপুর মহানগর,প্রতিনিধি-
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেনো আপোষহীন বলা হয়, বেগম জিয়া স্বৈরশাসক এরশাদের পাতানো নির্বাচনে অংশ নেননি,সেই নির্বাচনে আওয়ামী লীগ ও বর্তমানে নির্বাচন না চাওয়া আরেকটি দল জামায়াতে ইসলামী অংশ নিয়ে ছিল।কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্রের জন্য লড়াই করে গিয়েছিল এবং ১৯৯১ সালে বিএনপি বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪:৩০ মিনিটে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে রোগমুক্তি কামনায় এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন গাজীপুর ২ আসনের এমপি পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। মিলাদ মাহফিল আয়োজন করে গাজীপুর মহানগর কৃষক দল।
তিনি আরও বলেন ইনশাআল্লাহ আগামীর নির্বাচনে বিজয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নির্দেশে তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।
এসময় তিনি বেগম খালেদা জিয়া ও গাজীপুরের প্রয়াত নেতা হান্নান শাহ্সহ সকল প্রয়াত নেতা ও জুলাই আগষ্টের ছাত্র-জনতা এবং গনতন্ত্রের লড়াইয়ে সকল শহিদদের জন্য দোয়া কামনা করেন।
এ সময় তিনি খালেদা জিয়ার আপসহীনতার কথা তুলে ধরে বলেন, পৃথিবীতে তিনি অনন্য নজির হয়ে থাকবেন। তাকে যারা ধীরে ধীরে মেরে ফেলতে চেয়েছিল, তারা আজ দেশে নেই। অন্যদিকে বেগম খালেদা জিয়ার দেশে আছেন এবং জনগণের নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ নতুন দিগন্তে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর কৃষকদলের আহবায়ক আতাউর রহমান,সদস্য সচিব খান জাহিদ হাসান নিপু,সিনিয়র যুগ্ন আহবায়ক মঈজ উদ্দিন আহমেদ।এসময় নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-গাজীপুর সদর মেট্টোথানা বিএনপি সভাপতি এড.এলিস,গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সুরুজ আহমেদ,গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ন আহবায়ক মজিবর,গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ন আহবায়ক ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ান,যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন মায়া,যুগ্ন আহবায়ক মো:ফারুক হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক স্বপ্না শেখসহ অন্য নেতাকর্মীগন।
দোয়া মাহফিলে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে অংশ নেয়া কৃষকদলের অন্যান্য নেতারা জানান, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।