প্রধান উপদেষ্টার সঙ্গে দেড় ঘণ্টার বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান

সংবাদ:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বাসভবন যমুনা ত্যাগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছান। বৈঠক শেষে রাত ৯টা ১০ মিনিটের দিকে তিনি যমুনা থেকে নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হন তারেক রহমান। পাঁচ মিনিট পর তিনি সেখানে পৌঁছান এবং সংক্ষিপ্ত সময় অবস্থানের পর ৬টা ৫২ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা করেন।

বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক। এর আগে গত বছরের জুন মাসে লন্ডনে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হয়।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন