গাজীপুর মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফাইজুল আলম,গাজীপুর জেলা-

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে “সবুজ পল্লবের স্মৃতি অম্লান” শীর্ষক একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গাজীপুর মহানগর কৃষক দল।

শনিবার, ২০ জুলাই ২০২৫ তারিখে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আলহাজ্ব কাজী সাইয়েদুল আলম বাবুল। তিনি শহীদ আবু সাইদের নামে একটি গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের আলোচনা অনুষ্ঠিত হয়।প্রধান অথিতির বক্তব্যে বিএনপি নেতে সাইয়েদুল আলম বাবুল বলেন-“শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো নতুন কিছু নয়”—এই মন্তব্য করে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, “বিপদ দেখলেই শেখ হাসিনা পালিয়ে যান। ওয়ান ইলেভেনেও তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন।” তিনি আরও দাবি করেন, “খালেদা জিয়াকেও ওই সময় দেশ ছাড়ানোর চেষ্টা করা হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।”

তিনি আরও বলেন, “প্রশাসনে যারা ঘাপটি মেরে বসে আছে এবং আওয়ামী লীগের দালালি করছে, তারা সাবধান হয়ে যান। দেশকে যদি আপনারা অস্থিতিশীল করতে সহযোগিতা করেন, তাহলে আপনাদের বিদায় করতে বিএনপি নেতাকর্মীদের দুই মিনিটও লাগবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্নান মিয়া হান্নু ও আ ফ ম মোফাজ্জল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম (নিপু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি: যুগ্ম আহ্বায়ক মো. মইজ উদ্দিন তালুকদার।

বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মো. হান্নান মিয়া হান্নু, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম, মহানগর কৃষকদল নেতা জাকির হোসেন তারেক, জাকির হোসেন, সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, সহিদুজ্জামান সরকার, জসিম উদ্দিন মায়া, দেলোয়ার হোসেন, বাবুল হোসেন, রহমত উল্লাহ, সাইফুল ইসলাম আতা প্রমুখ।

আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা অডিটোরিয়াম চত্বরে এবং আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি পর্যায়ক্রমে শহরের বিভিন্ন ওয়ার্ড, শিক্ষাপ্রতিষ্ঠান ও মহল্লায় বাস্তবায়ন করা হবে।
এর আগে অনুষ্ঠানে বিভিন্ন থানা,ওয়ার্ড থেকে নেতাকর্মীগন বিশাল মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন।টঙ্গী পূর্ব থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান ও শাহ্ জালাল এর নেতৃত্বে বিশাল মিছিল প্রবেশ করেন।এছাড়াও টঙ্গী পশ্চিম,গাছা থানা,বাসন থানা,কাউলতিয়া থানা,গাজীপুর মেট্রোসহ সকল থানার নেতৃবৃন্দ উপস্থিত হোন।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন