আনুপাতিক হারে নির্বাচন হলে কাঙ্ক্ষিত নেতা নির্বাচিত হবে: জামায়াত আমির

আনুপাতিক হারে নির্বাচন হলে জনগণের কাঙ্ক্ষিত নেতা নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পেশীশক্তির নির্বাচন দেখতে চায় না জনগণ। এ সময় প্রয়োজনীয় সংস্কারসহ জুলাই আন্দোলন ও আওয়ামী আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানান তিনি।

জলঢাকা উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক, সহকারী পরিচালকসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এর আগে, লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আয়োজিত জনসভায় অংশ নেন ডা. শফিকুর রহমান।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন