
সংবাদ:
পাবনা জেলা সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের শাখা জিয়া সাইবার ফোর্সের বিপ্লবী সাধারণ সম্পাদক ও কাশিনাথপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের অন্যতম নেতা মোঃ জামিল নাজকে গতকাল সকাল নিজের ব্যবসা-প্রতিষ্ঠানে যাওয়ার পথে অপ্রত্যাশিতভাবে হামলা করা হয়েছে।
হামলাকারীরা, যারা স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হিসেবে পরিচিত, জামিল নাজের উপর চাপাতি ও হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি। সংগঠনের সভাপতি কে এম হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া রাজিবুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ান হামলাকে নৃশংস ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যায়িত করেছেন। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
Post Views: ৯৯









