শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, নজরুলের সমাধিতেও শ্রদ্ধা

সংবাদ:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কবর জিয়ারত করেন।
এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে এক মিনিট নীরবে দাঁড়িয়ে জাতীয় কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে কবর জিয়ারতের উদ্দেশে বের হন তারেক রহমান। পরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তার। তবে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের আহত কেউ সেখানে না থাকায় তিনি পঙ্গু হাসপাতালে যাবেন না।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে তিনি তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সমাধিতে শ্রদ্ধা জানান। দীর্ঘ ১৯ বছর পর সেখানে গিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া করেন এবং দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন। পরদিন মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন