ধর্ম অবমাননার অভিযোগে দিপু দাস হত্যাকাণ্ড: কারখানা কর্তৃপক্ষের গাফিলতির তথ্য জানাল র‍্যাব

ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দিপু দাস হত্যাকাণ্ডের আগে ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে র‍্যাব। শনিবার (২০ ডিসেম্বর) এ ঘটনায় গ্রেপ্তার ১০ জনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১৪ এর পরিচালক নাইমুল হাসান।

র‍্যাব জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডের ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন (৩৮) ও কারখানার কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন (৪৬)-কে গ্রেপ্তার করা হয়েছে।
র‍্যাব পরিচালক নাইমুল হাসান বলেন, ঘটনার সূত্রপাত হয় বিকেল ৪টার দিকে। ওই সময় দিপু দাসকে কারখানার ফ্লোর ইনচার্জ পদত্যাগে বাধ্য করেন। ইস্তফা দেওয়ার পর তার নিরাপত্তা নিশ্চিত না করে তাকে উত্তেজিত জনতার মধ্যে ছেড়ে দেওয়া হয়। এ ক্ষেত্রে তাকে পুলিশের হেফাজতে না দেওয়া এবং নিরাপত্তা নিশ্চিত না করায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, তদন্তে এখনো নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি—কে কী বলেছে বা কীভাবে অভিযোগটি ছড়িয়েছে। ঘটনার পেছনে পূর্ব শত্রুতা বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
র‍্যাব কর্মকর্তা স্পষ্ট করে বলেন, কোনো অভিযোগের ভিত্তিতে একজন মানুষকে আইন নিজের হাতে তুলে নিয়ে হত্যা করা কখনোই গ্রহণযোগ্য নয়। সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই সমর্থন করে না।
এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ায় মূল তদন্ত কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট থানা। পাশাপাশি র‍্যাব থেকেও একটি ছায়া তদন্ত চলমান থাকবে বলে জানান পরিচালক নাইমুল হাসান।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন