
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল এবং রোববার (১২ অক্টোবর) জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।
বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, তাদের দল বরাবরই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তিনি আরও বলেন, যদি সরকার জামায়াতের এসব দাবি উপেক্ষা করে, তবে জনগণ তাদের অধিকার আদায়ের আন্দোলন আরো তীব্র করবে।
তিনি জানান, ১০ অক্টোবর ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল এবং ১২ অক্টোবর জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি পেশ করা হবে।
				 Post Views: ৫৪
			
				
				
				




				
															
				



