আশুলিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায়

আল-আমিন,সাভার প্রতিনিধি-

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনে সাবেক সাংসদ সদস্য, বিএনপি সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভারের, জনগণের আস্থাভাজন,সাভার পৌর মেয়র পদপ্রার্থী জনাব মোঃ খোরশেদ আলম ভাই।

​তিনি তাঁর বক্তব্যে সাভারবাসীকে সামাজিক ও মানবিক কাজে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি দলের সকল নেতাকর্মীকে একতাবদ্ধ হয়ে বিএনপি এবং ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো:সালাউদ্দিন বাবু ভাইয়ের জন্য কাজ করার অনুরোধ জানান। তাঁর এই দিকনির্দেশনা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে বলে আমরা আশাবাদী।

​প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সাভারের আপামর জনসাধারণ ও দলের সকল নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অন্যরকম মাত্রা পেয়েছে।

এ সময় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাথলিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি হযরত আলী সাভার পৌর বিএনপি নেতা রাশেদুজ্জামান বাচ্চু,
সাভার পৌর স্বেচ্ছাসেবক দলনেতা মোশাররফ হোসেন মোল্লা সহ পাথালিয়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো। দুপুর ১টার পর থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাক ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে থাকে।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন