
“৫ই আগস্ট ২০২৪ শেখ হাসিনার পতনের পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বইতে লিখেছেন, সেই বৈঠকে উপস্থিত ছিলেন চারজন। তিনি তার বইতে লিখেছেন- “সে বৈঠকে আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই ও নাসির ভাই ছিলাম”। (পৃষ্ঠা ১১৪)
আসিফ মাহমুদের এই তথ্য অসত্য। আমি এবং আরিফুল ইসলাম আদিব ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন-
নাহিদ ইসলাম
মাহফুজ আলম
নাসির উদ্দিন পাটোয়ারী
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আবুবাকের মজুমদার
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ।
ভার্চুয়াল সভায় তারেক রহমানের সঙ্গে তার কন্যা জায়মা রহমান উপস্থিত ছিলেন।
শুরুতেই তারেক রহমান উপস্থিত সকলকে সালাম এবং অভিনন্দন জানান। এরপরেই তিনি তার পাশে বসা কন্যা জায়মা রহমানকে ইঙ্গিত করে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলেন, আজকের এই বিশেষ দিনে আমার মনে হল, আপনাদের কাছাকাছি বয়সের আমার কন্যাকে আপনাদের সামনে হাজির করি এবং পরিচয় করিয়ে দিই। দিনটি বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক। আপনাদেরসহ দেশবাসীর সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।
শুরুতে সামান্য স্বাগত বক্তব্যের পরে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মতো কথোপকথনের ভিত্তিতে আলোচনা পর্বটি সমাপ্ত হয়। সেখানে স্বৈরাচারমুক্ত হওয়ার পরবর্তী বিশৃংখল সময়ে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও পরবর্তী সরকার কেমন হতে পারে তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
চ্যানেল টুয়েন্টিফোরের অফিসের একটি ছোট্ট কক্ষ, যেটি কাঁচের দেয়াল দিয়ে সম্পূর্ণ ঘেরা ছিল, সেখানেই ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়। এ কে এম ওয়াহিদুজ্জামান জুম লিংকটি আমার মোবাইলে প্রেরণ করলে তারপরে একটি ল্যাপটপে সংযুক্ত করে আমরা সবাই ভার্চুয়াল সভাটিতে যুক্ত হই। সভা আয়োজন নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করতে হয়েছিল আমাদের। তাই উপস্থিত অন্যান্য সমন্বয়ক যারা ইতিমধ্যে চ্যানেল ২৪ এর অফিসে এসে জড়ো হচ্ছিলেন, তাদের মধ্য থেকেও অনেকে বাদ পড়েন। মিটিং চলাকালীন আরো দু-একজন পেছনে এসে দাঁড়িয়েছিলেন। সেইসব সমন্বয়ক ও সমন্বয়কদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না।
তারেক রহমানের সঙ্গে আরো একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেটি হয়েছিল ধানমন্ডির এক বাড়িতে। সরকার গঠনের আগে সেই বাড়িটিতে আমরা সবাই আত্মগোপনে ছিলাম।”
এহ্সান মাহমুদ ( নেত্র নিউজের সাবেক বিশেষ সাংবাদিক)
১৯ মার্চ ২০২৫
(সাংবাদিক সাহেদ আলম)
Post Views: ২২১
নিউজ ডেস্ক
ভারতের সঙ্গে নতুন অধ্যায়ের সম্পর্ক গড়তে আগ্রহী বিএনপি: তারেক রহমান
সেনাবাহিনীর নেতৃত্বে দেশজুড়ে যৌথ অভিযানে ৮ দিনে আটক ১৭১, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক
ঢাকা-১৭ আসনকে ঘিরে বিএনপির প্রস্তুতি: নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
হাদি হত্যাকাণ্ডে আওয়ামী লীগ কাউন্সিলরের নাম, পলাতক শুটারসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট
“তোমরাই আমাদের মিডিয়া”—দেশমাতা বেগম খালেদা জিয়ার সেই অমলিন স্মৃতি
৫ই আগষ্ট তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক হয়েছিল!
“৫ই আগস্ট ২০২৪ শেখ হাসিনার পতনের পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক হয়েছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার বইতে লিখেছেন, সেই বৈঠকে উপস্থিত ছিলেন চারজন। তিনি তার বইতে লিখেছেন- “সে বৈঠকে আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই ও নাসির ভাই ছিলাম”। (পৃষ্ঠা ১১৪)
আসিফ মাহমুদের এই তথ্য অসত্য। আমি এবং আরিফুল ইসলাম আদিব ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন-
নাহিদ ইসলাম
মাহফুজ আলম
নাসির উদ্দিন পাটোয়ারী
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আবুবাকের মজুমদার
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন- বিএনপি’র কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ।
ভার্চুয়াল সভায় তারেক রহমানের সঙ্গে তার কন্যা জায়মা রহমান উপস্থিত ছিলেন।
শুরুতেই তারেক রহমান উপস্থিত সকলকে সালাম এবং অভিনন্দন জানান। এরপরেই তিনি তার পাশে বসা কন্যা জায়মা রহমানকে ইঙ্গিত করে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দকে লক্ষ্য করে বলেন, আজকের এই বিশেষ দিনে আমার মনে হল, আপনাদের কাছাকাছি বয়সের আমার কন্যাকে আপনাদের সামনে হাজির করি এবং পরিচয় করিয়ে দিই। দিনটি বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক। আপনাদেরসহ দেশবাসীর সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে।
শুরুতে সামান্য স্বাগত বক্তব্যের পরে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিটের মতো কথোপকথনের ভিত্তিতে আলোচনা পর্বটি সমাপ্ত হয়। সেখানে স্বৈরাচারমুক্ত হওয়ার পরবর্তী বিশৃংখল সময়ে বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও পরবর্তী সরকার কেমন হতে পারে তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়।
চ্যানেল টুয়েন্টিফোরের অফিসের একটি ছোট্ট কক্ষ, যেটি কাঁচের দেয়াল দিয়ে সম্পূর্ণ ঘেরা ছিল, সেখানেই ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়। এ কে এম ওয়াহিদুজ্জামান জুম লিংকটি আমার মোবাইলে প্রেরণ করলে তারপরে একটি ল্যাপটপে সংযুক্ত করে আমরা সবাই ভার্চুয়াল সভাটিতে যুক্ত হই। সভা আয়োজন নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করতে হয়েছিল আমাদের। তাই উপস্থিত অন্যান্য সমন্বয়ক যারা ইতিমধ্যে চ্যানেল ২৪ এর অফিসে এসে জড়ো হচ্ছিলেন, তাদের মধ্য থেকেও অনেকে বাদ পড়েন। মিটিং চলাকালীন আরো দু-একজন পেছনে এসে দাঁড়িয়েছিলেন। সেইসব সমন্বয়ক ও সমন্বয়কদের নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না।
তারেক রহমানের সঙ্গে আরো একটি ভার্চুয়াল বৈঠক হয়েছিল। সেটি হয়েছিল ধানমন্ডির এক বাড়িতে। সরকার গঠনের আগে সেই বাড়িটিতে আমরা সবাই আত্মগোপনে ছিলাম।”
এহ্সান মাহমুদ ( নেত্র নিউজের সাবেক বিশেষ সাংবাদিক)
১৯ মার্চ ২০২৫
(সাংবাদিক সাহেদ আলম)
মন্তব্য করুন
শিরোনাম
ঢাকা মহানগর উত্তর জিয়া সাইবার ফোর্সের ৬৮ সদস্যের কমিটি অনুমোদন
ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা ও কূটনীতি নিয়ে সরকারের ব্যর্থতার অভিযোগ মির্জা ফখরুলের
বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান, বিশ্বকাপে নতুন ভেন্যুর সম্ভাবনা
ঢাকায় আকাশে মেঘের আনাগোনা, দিনের তাপমাত্রা সামান্য কমার ইঙ্গিত
ভারতের সঙ্গে নতুন অধ্যায়ের সম্পর্ক গড়তে আগ্রহী বিএনপি: তারেক রহমান