
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে একীভূত হওয়া ৫টি ইসলামী ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবেন। প্রথম ধাপে মুনাফাসহ সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অর্থ উত্তোলন করা যাবে।
এ ব্যাংকগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এগুলো একীভূত করে নতুন ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়েছে।
স্কিম অনুযায়ী, যাদের আমানত ২ লাখ টাকার কম, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত। ২ লাখ টাকার বেশি আমানতকারীদের জন্য প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সাত লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুবিধা থাকবে। কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত গ্রাহকদের জন্য বিশেষ মানবিক সুবিধাও রাখা হয়েছে।
এর আগে, গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্কিম ও নতুন ব্যাংকের লোগো প্রকাশ করে। পাঁচটি ব্যাংক তীব্র তারল্য সংকট, উচ্চ খেলাপি ঋণ ও অনিয়মের কারণে স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছিল না, তাই এগুলো মিলিয়ে নতুন ব্যাংক গঠন করা হয়েছে।