সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির প্রতি জিয়া সাইবার ফোর্স, সেনবাগ উপজেলার প্রাণঢালা অভিনন্দন*

নোয়াখালী প্রতিনিধি,মোঃ একে আজাদ

সৌদি আরব পূর্বাঞ্চল প্রবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) — নোয়াখালী জেলা শাখার নবনির্বাচিত সম্মানিত কমিটিকে জিয়া সাইবার ফোর্স, সেনবাগ উপজেলার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

নবগঠিত কমিটির মধ্যে রয়েছেন:

– *প্রধান উপদেষ্টা:* জনাব *জাহাঙ্গীর আলম*
– *সভাপতি:* জনাব *আলমগীর কবির*
– *সহ-সভাপতি:* জনাব *দ্বীন ইসলাম টিপু*, যিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্স, সেনবাগ উপজেলার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন
– *সাধারণ সম্পাদক:* জনাব *ওমর ফারুক*, বর্তমানে জিয়া সাইবার ফোর্স সেনবাগ উপজেলার সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব রয়েছে
– *সাংগঠনিক সম্পাদক:* জনাব *চাঁন্দ হোসেন রাজু*, বর্তমানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হিসেবেও জিয়া সাইবার ফোর্স সেনবাগ উপজেলার দায়িত্ব রয়েছেন

এছাড়াও কমিটির অন্যান্য ৮৫ জন সদস্যকেও জিয়া সাইবার ফোর্স, সেনবাগ উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

সেনবাগ উপজেলা জিয়া সাইবার ফোর্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়:

_”এই নবনির্বাচিত কমিটি প্রবাসে জাতীয়তাবাদী চেতনার প্রেরণায় অগ্রণী ভূমিকা পালন করবে — আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশ ও প্রবাসে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে এই কমিটির নেতৃত্বে। আমরা সদ্য নির্বাচিত সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও রাজনৈতিক সাফল্য কামনা করি।”_

প্রবাসী নেতৃত্বের সঙ্গে একাত্মতা প্রকাশ করে জিয়া সাইবার ফোর্স সেনবাগ উপজেলার পক্ষ থেকে ভবিষ্যতেও সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন