বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙা নিয়ে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ভিত্তিহীন ও বানোয়াট। মঙ্গলবার (১১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙনের অভিযোগ সংবলিত ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছে। এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং সুপরিকল্পিত অপপ্রচার। যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ন করার অপপ্রয়াস।
এতে আরও বলা হয়, সেনাবাহিনীর কমান্ড চেইন সুসংহত রয়েছে। সকল সদস্য সংবিধান, শৃঙ্খলা ও জনগণের প্রতি অবিচল আনুগত্য প্রকাশ করে চলেছে। বাহিনীটির অভ্যন্তরে বিভাজন বা অসন্তোষের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক এবং বিদ্বেষপ্রসূত।
ভারতের দ্য ইকোনমিক টাইমস বারবার অপপ্রচারে লিপ্ত হচ্ছে উল্লেখ করে বলা হয়, গত ২৬ জানুয়ারিতেও গণমাধ্যমটি একইরকম ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছিল। বারবার এমন মিথ্যা সংবাদ প্রচারের ঘটনা সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন তৈরি করে। এছাড়া কিছু অনলাইন পোর্টাল এবং টেলিভিশন চ্যানেল মিথ্যা প্রচারণাকে আরও বিস্তৃত করেছে। যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে অবিশ্বাস সৃষ্টি করার একটি অপকৌশল বলে মনে হচ্ছে।
বিজ্ঞপ্তিতে ভারতীয় গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতা অনুসরণ ও যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কোনো বিষয়ে জানতে আইএসপিআরের সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।