সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জলিল

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ : সিলেট বিভাগের সুনামগঞ্জ-১ (মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইটালী প্রবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অন-লাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ইটালী শাখার আহবায়ক আবদুল জলিল। এলাকায় তার সমাজ সেবা মূলক কাজের কারনেই ভোটাররা তাকে নিয়ে আগ্রহী হয়ে উঠেছেন। ইতোমধ্যেই তার রাজনৈতিক প্রজ্ঞা ও সমাজসেবা মুগ্ধতা ছড়িয়েছে পুরো এলাকা জুড়ে। এর মধ্য দিয়ে তিনি অন্যান্য ভোটারের মনও জয় করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আব্দুল জলিল ফাউন্ডেশন এর পক্ষ থেকে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ২০২৪-২৫ইং শিক্ষাবর্ষে নবীন হাফেজ ও আলেমদের এবং
স্কুলের মেধাবী দরিদ্র শিক্ষার্থী এবং প্রতিবন্ধিদের নগদ অর্থ বিতরণ করেন।

সুনামগঞ্জ জেলা, ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর (উঃ) ইউনিয়নের সরিসাকান্দা ইসলামপুর এলাকায় “আব্দুল জলিল ফাউন্ডেশন”-এর পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি উক্ত এলাকার বাজার মসজিদের উন্নয়নের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি উল্লেখযোগ্য আর্থিক অনুদানের ঘোষণা দেওয়া হয়।

সমাজসো মূলক কাজকে এগিয়ে নিতে তিনি আবদুল জলিল ফাউন্ডেশন গড়ে তুলেছেন এর চেয়ারম্যান হিসেবে সুনামগঞ্জ জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেন। একজন মানবিক মানুষ হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দও তার প্রতি আস্থাশীল।
বিগত আন্দোলন সংগ্রামে তিনি ইটালীতে প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ নিয়ে দূতাবাসের সামনে প্রতিবাদ মিছিল,মানববন্ধন করেছেন।
আবদুল জলিল অধিকার বঞ্চিত ও প্রকৃতির সাথে লড়াই করে যাওয়া ভাটির মানুষের পাশে থেকে এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।তিনি বলেন আমি সুনামগঞ্জ কে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন