নাজনীন ইভা, হাতিয়া উপজেলা প্রতিনিধি-
নোয়াখালীর হাতিয়ার সাইবার জগতের আলোচিত নাম শাহাদাত শাকিল। ২০১৯ সালে ইন্ডিয়ান সাইবার সিকিউরিটি ফোর্স থেকে প্রশিক্ষণ নিয়ে অনলাইন নিরাপত্তা ও প্রচারণার কৌশল শেখার মধ্য দিয়ে তিনি সাইবার দুনিয়ায় যাত্রা শুরু করেন। সেই থেকেই তরুণ সমাজকে ডিজিটাল সচেতনতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার উদ্যোগ নেন তিনি।
দৈনিক স্বাধীন সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিল জানান, এই অভিজ্ঞতা কে কাজে লাগিয়েই তিনি ২০২৪ সালে গড়ে তোলেন ‘হাতিয়া সাইবার জোন’। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বিএনপির আদর্শ প্রচার, স্থানীয় সমস্যা তুলে ধরা এবং সাধারণ মানুষের কণ্ঠ জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে নিয়মিত। তার নেতৃত্বে হাতিয়ার সাইবার কার্যক্রম নতুন গতি ও কাঠামো পেয়েছে।
একই বছরের অক্টোবরে তিনি জিয়া সাইবার ফোর্স–হাতিয়া উপজেলা আংশিক কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পান।
রাজনীতির পাশাপাশি তার লক্ষ্য হাতিয়া সাইবার জোনকে আরও শক্তিশালী করা এবং প্রযুক্তি–নির্ভর রাজনৈতিক আন্দোলনকে জাতীয়ভাবে ছড়িয়ে দেওয়া। তার বিশ্বাস— তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।