লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে মা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে তারা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে। নিহতরা হলেন ৫৫ বছর বয়সী জুলেখা বেগম এবং তার কলেজছাত্রী মেয়ে তানহা আক্তার মীম (১৯)। জুলেখা বেগম রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী, আর মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, ঘটনার সময় মিজানুর রহমান সোনাপুর বাজারে ছিলেন এবং বাড়িতে ছিলেন তার স্ত্রী ও মেয়ে। দুর্বৃত্তরা সেই সুযোগে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে। হত্যার পর তারা বাড়ির বিভিন্ন জায়গা থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। রাত ১০টার দিকে মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাড়ি ফিরে তাদের মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
রক্তমাখা মেঝে এবং ঘরের দৃশ্য দেখে স্থানীয়রা হতবাক হয়ে যান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিআইডি ও ফরেনসিক টিমকে খবর দেয়, তদন্ত শুরু হয়েছে।
এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে পুলিশের কাজ চলছে। ঘটনাটির পেছনে কী কারণ থাকতে পারে, তা এখনো স্পষ্ট হয়নি।