যাচাই-বাছাইয়ের শেষ ধাপে সংসদ নির্বাচন: পঞ্চম দিনে ব্যস্ত নির্বাচন কমিশন

সংবাদ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের পঞ্চম দিন আজ শনিবার। নির্বাচন কমিশনের (ইসি) এই কার্যক্রম আগামীকাল রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত চলবে।

গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন হলেও কমিশন মনোনয়নপত্র যাচাইয়ে ব্যস্ত সময় পার করেছে। এদিন কক্সবাজার-১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মিলিয়ে মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।যাচাই-বাছাই শেষে যেসব মনোনয়নপত্র বাতিল হবে, সংশ্লিষ্ট প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। সবশেষে প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন