
শাহ্-জালাল,স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সেলিম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি স্থানীয় মাদক ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
শুক্রবার ২১ মার্চ রাত ৮টার দিকে স্বজনরা সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিমের খালা ইয়াসমিন আক্তার জানান, সেলিম স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মিরপুর ১১ বিহারী ক্যাম্প ওয়াবদা কলোনি বিল্ডিংয়ে থাকতো। সন্ধ্যার দিকে ওয়াবদা বিল্ডিং এর পাশে মাঠে পূর্ব শত্রুতার জেরে সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে।
Post Views: ১৫