
স্টাফ রিপোর্টারঃ মোঃ আব্দুল কাদের
অদ্য ২৬ ০৬.২০২৫ ইং তারিখে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বীরধাউরারকুটি গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সূরক্ষা কমসূচির উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে স্বপ্নসারথি কিশোরীদের অভিভাবকদের নিয়ে ৮ তম অভিভাবক সভা অনুষ্ঠিত হয়।
ফোকাস সংসার না টিকলে কোন মেয়ে কি সুখে থাকবে।
মূলবার্তা বাল্যবিয়ের শিকার নারীরাই বেশি নির্যাতন এবং সংসার ভাঙ্গনের শিকার হয়।
অনুবার্তা বাল্যবিয়ের শিকার দম্পত্তির মধ্যে বুঝাপড়া ভালো হয়না। ফলে সংসারে ভাঙ্গন, বহুবিবাহ, যৌতুক দাবীসহ নারীরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়।
বাল্যবিয়ে দেয়া,বাল্যবিয়ে করা এবং বাল্যবিয়েতে সহায়তাকারী সকলেই অপরাধী তাদের জেল জরিমানা হবে। উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে নিজের মেয়ে কি হতে চায় বা মা বাবা মেয়েকে নির্দিষ্ট সময় পর কোথায় দেখতে চায় তা নিয়ে ভাববে এবং সে অনুযায়ী পরিকল্পনা করবে। উক্ত সভা পরিালনা করেন হিতেশ কুমার রায়, আরো উপস্থিত ছিলেন, এবিএম জাহিদুল হাসান, ম্যানেজার লিগ্যাল প্রেটেকশন, পাবনা বিএলসি, এবং সাইফুল ইসলাম ডিএম(টেকনিক্যাল) উল্লেখ্য যে, স্বপ্নসারথি কিশোরীদের প্রতি মাসে একটি করে জীবন দক্ষতা সেশন অনুষ্ঠিত হয়।