
মো:মানিক হোসেন বিজয়-
গতকাল, মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ তারিখে ঢাকার উত্তরায় অনুষ্ঠিত হলো এক ভিন্নধর্মী মৌসুমি ফল উৎসব। বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব এবং উত্তর সিটি রিপোর্টার্স ক্লাব-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব সাংবাদিকদের জন্য ছিল এক আনন্দময় মিলনমেলা। উত্তরা আব্দুল্লাহপুরের ৩৮ মা ভবনের তৃতীয় তলায় বিকাল ৪টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উৎসবের আয়োজন ও অংশগ্রহণকারীগণ
উৎসবস্থলে ঢাকা-১৮ আসনের পাশাপাশি টঙ্গী ও গাজীপুরের গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। ফল উৎসবে আম, কাঁঠাল, কলা, পেয়ারা, ড্রাগন ফল, লটকনসহ বিভিন্ন ধরনের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয় সাংবাদিকদের।
উপস্থিত ছিলেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোখলেছুর রহমান মাসুম, সিনিয়র সাংবাদিক এম কাজল খান, মো. মনিরুজ্জামান মনির, মাসুম রানা, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ তাইজুল, সুজন আহম্মেদ, অদ্রি আলাউদ্দিন, জাকারিয়া শিকদার, কামরুল ইসলাম রনি, মতিন তালুকদার, মুনসুর মাসুদ, মাহ্ফুজ আলম খোকন, মিরাজ সিকদার, শাহিনুর আলম শাহীন, মুন্নী আক্তার, সুলতানা সরকার, কাজী আশরাফুল ইসলাম, শ্রাবণী, রোমানা আক্তার সান্জু, জাহিদ হাসান, হীরা খান, হানিফ উদ্দিন পাঠান, আমান উল্লাহ আমান, মজিদ শরিফ, বৈশাখী, মো. জাহাঙ্গীর আলম এবং নার্গিস আক্তার স্মৃতি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আল মামুন ও আলাউদ্দিন।
সার্বিক সহযোগিতা ও বক্তাদের অভিমত
এই ফল উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মোখলেছুর রহমান মাসুম, আলাউদ্দিন, আব্দুল আল মামুন, সুজন আহম্মেদ, আশরাফুল ইসলাম, মাসুম রানা, এম. কাজল খান, কামরুল ইসলাম রনি, অদ্রি আলাউদ্দিন এবং মানিক হোসেন বিজয়।
উৎসবের এক পর্যায়ে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান মাসুম, এম. কাজল খান, এস.এম. মনসুর মাসুদ, মাসুম রানা, আব্দুল আল মামুন, আলাউদ্দিন, মতিন তালুকদার, রোমানা, মুন্নী এবং অদ্রি আলাউদ্দিন। তারা সকলেই বৃহত্তর উত্তরা প্রেস ক্লাবের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সাংবাদিকরা জানান, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব বরাবরই উত্তরার সাংবাদিকদের জন্য নতুন ও কল্যাণমূলক কাজ করে থাকে। ভবিষ্যতে ক্লাব সাংবাদিকদের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করবে এবং নিয়মিত এমন আয়োজন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিডিয়া পার্টনারবৃন্দ
বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব ও উত্তর সিটি রিপোর্টার্স ক্লাবের এই ফল উৎসবের মিডিয়া পার্টনার ছিল সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, দৈনিক আজকের আলোকিত সকাল, ওয়ার্ড বাংলা টিভি ডট কম, তালাশ বিডি ডট কম, মাতৃ বাংলা টিভি, সাপ্তাহিক মুক্তির চেতনার বাংলাদেশ, দৈনিক সংবাদ সমাচার, জনতার ক্রাইম, দৈনিক বাংলার বিপ্লব, চলমান বিশ্ব, এন বিবি, হক কথা, জগৎ কন্ঠ, টপ টেন নিউজ গ্রুপ, এশিয়া বার্তা এবং এশিয়া বার্তা টিভি।
এই ফল উৎসব শুধু ফলের স্বাদ আস্বাদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি ছিল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার এক কার্যকর পদক্ষেপ। এমন আয়োজন ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত জীবনে আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।









