দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম—এই দুইটি সামাজিক যোগাযোগমাধ্যম আইডি রয়েছে এবং সেগুলো মেটা কর্তৃপক্ষের মাধ্যমে ভেরিফাইড।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিএনপি গঠিত কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মাহদী আমিন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা নিশ্চিত করছি যে, ব্যারিস্টার জাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম—এই দুইটি মাত্র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। মেটা কর্তৃপক্ষ সম্প্রতি এই দুইটি হ্যান্ডেল ভেরিফাই করে ব্লু টিক প্রদান করেছে। এর বাইরে তার নামে আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই।”
বিএনপির আইসিটি দপ্তরের কার্যক্রম সম্পর্কে মাহদী আমিন জানান, ইতোমধ্যে ৫০টিরও বেশি ভুয়া ফেসবুক আইডি ও পেজ অপসারণ করা হয়েছে, যেগুলো থেকে ডিপফেইক ও এআই-নির্ভর ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছিল। তবে আরও কিছু ফেইক আইডি ও পেজ এখনও সক্রিয় রয়েছে, যেগুলো অপসারণে মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।
তিনি আরও জানান, জাইমা রহমানের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দুটি হলো—
ফেসবুক: http://facebook.com/zzrahman25
ইনস্টাগ্রাম: http://instagram.com/zzrahman25
এছাড়া, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের নামেও অসংখ্য ভুয়া ফেসবুক পেজ খোলা হয়েছে বলে অভিযোগ করেন মাহদী আমিন। তিনি স্পষ্ট করে বলেন, “ডা. জোবায়দা রহমানের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা পেজ নেই। এসব ভুয়া পেজ থেকে এআই দিয়ে তৈরি মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে।”
নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশনের মতো কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে।”
এ প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের অধীনে একটি কার্যকর ফ্যাক্ট-চেকিং সেল গঠনের দাবি পুনর্ব্যক্ত করা হয়। মাহদী আমিন বলেন, “দেশজুড়ে দ্রুত ফ্যাক্ট-চেকিং সেল কার্যকর করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”