সংবাদ :
নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতাকেও তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তবে বিএনপি এ পরিস্থিতির দ্রুত সমাধান প্রত্যাশা করে বলেও জানান তিনি।
সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার, যা তাদের ব্যর্থতারই প্রমাণ। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও তেমন উন্নতি হয়নি।
এ সময় ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন ও ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান ও আন্তর্জাতিক রাজনীতি জড়িত। একজন ক্রিকেটারকে অপমান করা মানে পুরো দেশকেই অপমান করা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ক্রিকেট বোর্ড যে অবস্থান নিয়েছে, বিএনপি তাতে একমত। তবে বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই সর্বোত্তম পথ।
রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, মুক্ত গণমাধ্যম এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপির অবদান ইতিহাসে উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে তিস্তা, পদ্মাসহ আন্তর্জাতিক ও অভিন্ন নদীগুলোর পানিবণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে ন্যায্য হিস্যা আদায় করা হবে। পারস্পরিক সম্মান বজায় রেখেই ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন তিনি।
রাজনৈতিক বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিদেশে বসে যারা বড় বড় কথা বলেন, তাদের কাছে ফ্যাসিবাদ ভিন্ন অর্থ বহন করে। বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে জানে বলেও মন্তব্য করেন তিনি।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্থগিত উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি বলেন, উত্তরবঙ্গ তার পিতৃভূমি—পরিস্থিতি অনুকূলে এলে তিনি অবশ্যই সেখানে সফর করবেন।