নিউইয়র্কের আদালতে নির্দোষ দাবি নিকোলাস মাদুরো ও স্ত্রীর, পরবর্তী শুনানি ১৭ মার্চ

সংবাদ:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের হাজির করা হয়।

শুনানিতে মাদুরো বলেন, তিনি নির্দোষ এবং একজন সৎ মানুষ; পাশাপাশি তিনি এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে দাবি করেন। মাদুরোর আইনজীবী জানান, এই মুহূর্তে তার মক্কেল জামিনের আবেদন করছেন না, তবে ভবিষ্যতে এ বিষয়ে আবেদন করা হতে পারে। মার্কিন একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
শুনানি শেষে বিচারক অ্যালভিন হেলারস্টাইন মামলার পরবর্তী তারিখ হিসেবে আগামী ১৭ মার্চ ধার্য করেন।

এর আগে, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে কঠোর নিরাপত্তায় কয়েদিদের পোশাকে মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়। গত শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে আনার পর তারা নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে। একই সঙ্গে মাদুরোর পুত্র গুয়েরা’র বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন