সিহাব খন্দকার,ঢাকা জেলা প্রতিনিধি-
রাজধানীর তুরাগ থানাধীন ধউর হাজী কালু মিয়া বাসস্ট্যান্ড এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলমান প্রকল্পের নিচে সিকিউরিটি গার্ড ও নাইটগার্ডদের ছোট স্টোর রুমে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গার্ডদের ওপর হামলা চালিয়ে আহত করে একদল কিশোর-যুবক।
ঘটনাটি কিভাবে ঘটল
স্থানীয় সূত্র জানায়, ওই রাতে প্রায় ১৫ জন কিশোর-যুবক তুরাগ থানা ছাত্রদলের জাকির নামে পরিচয় দিয়ে সেখানে যায়। তারা দাবি করে—“বড় ভাই পাঠিয়েছে, গাঁজার জন্য টাকা দিতে হবে।” গার্ডরা টাকা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা পাথর ছুড়ে এলোপাতাড়ি আক্রমণ চালায়। এতে কয়েকজন আহত হন। স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে হাজী কালু মিয়া বাজারে পালিয়ে যায়।
পরদিন ফের হামলা
পরদিন সকালে আবারও প্রায় ৩০-৩৫ জন কিশোর-যুবক, অনেকে স্কুল ড্রেস পরে, ঘটনাস্থলে আসে। এসময় তারা ঘুমন্ত শ্রমিক ও পথচারীদের ওপর হামলা চালায়। তাদের মধ্যে কয়েকজনকে মাথায় ও পায়ে আঘাত করে ফেলে দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে ভর্তি করা হয় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে।
আহতরা হলেন ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি—রফ,রহিত,রিফাত,মইন।চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকায় আতঙ্ক
এলাকাবাসীর অভিযোগ, ছাত্রদলের জাকির দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করছে। সে ৫৪ নম্বর এলাকায় চাঁদাবাজির সঙ্গেও জড়িত। স্থানীয়দের ভাষ্যমতে, আগে ফ্যাসিবাদী সরকারের কাউন্সিলর যুবরাজের নেতৃত্বাধীন ছাত্রলীগ নেতা হিমেলের দখলে থাকা জায়গা এখন নিয়ন্ত্রণ করছে ছাত্রদলের জাকির।
আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান
এ বিষয়ে তুরাগ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।