
ভারতের মিসাইল হামলার জবাব দিতে শুরু করেছে পাকিস্তান। জবাবে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। যার মধ্যে একটি রাফায়েল বিমান ছিল বলে জানাচ্ছে তারা।
মঙ্গলবার (৬ মে) মধ্যরাত আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে পাকিস্তানে মিসাইল হামলা চালায় ভারত।
এরপর পাকিস্তানি বিমানবাহিনী জানায়, আকাশসীমা লঙ্ঘন করায় দেশটির পূর্ব আহমেদপুরের ভাওয়ালপুরের কাছাকাছি দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা।
বিমান ভূপাতিতের পর ধ্বংসাবশেষে পরীক্ষা নিরীক্ষা চলেছে বলেও জানায় পাকিস্তানি প্রতিরক্ষা বাহিনী। এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে জানিয়েছেন, ভারত বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। আমরা এর জবাব দেব।
Post Views: ৪