সংবাদ-
সম্মিলিত ইসলামী ব্যাংক কার্যক্রম শুরুর পর প্রথম দুই দিনে ব্যাংকটি থেকে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন হলেও একই সময়ে নতুন করে ৪৪ কোটি টাকা আমানত জমা পড়েছে। এই চিত্রকে গ্রাহকদের আস্থার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানান, ১ ও ৪ জানুয়ারি—এই দুই দিনে মোট ১৩ হাজার ৩১৪টি উত্তোলন লেনদেন সম্পন্ন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন হয়েছে এক্সিম ব্যাংক থেকে। সেখানে ৬ হাজার ২৬৫ জন গ্রাহক প্রায় ৬৬ কোটি টাকা তুলে নেন।
তবে গভর্নরের মতে, একই সময়ে ৪৪ কোটি টাকা নতুন আমানত জমা পড়ায় সামগ্রিক পরিস্থিতি এখনো সন্তোষজনক রয়েছে।
সংবাদ সম্মেলনে গভর্নর সামনে থাকা দুটি বড় চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন। এর একটি হলো পাঁচটি একীভূত ব্যাংকের জন্য একটি সমন্বিত আইটি সিস্টেম চালু করা। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের আইটি টিম কাজ করছে বলে জানান তিনি।
আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে তিনি পাঁচ ব্যাংকের অতীত অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট পরিচালনার কথা বলেন।
এ ছাড়া সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়া ব্যাংকগুলোর দুরবস্থার জন্য দায়ী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান গভর্নর।
তিনি বলেন, কাউকে ছাঁটাই করাই উদ্দেশ্য নয়; তবে কেউ যদি অনিয়মের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক পিছপা হবে না।