
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সারাদেশে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। তারা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করে। তফসিল ঘোষণার পরদিনই আচরণবিধি বাস্তবায়নে মাঠপর্যায়ে ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ করার অংশ হিসেবে মোবাইল কোর্ট আইনের আওতায় প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়—আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিতে প্রয়োজনীয় জনবল ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।








