
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম অনলাইন সংগঠন জিয়া সাইবার ফোর্স–এর ঢাকা মহানগর উত্তর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও সাবেক যুবনেতা এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এস এম জাহাঙ্গীর বলেন, বর্তমানে বিএনপি বিভিন্নভাবে সাইবার অপরাধ ও অনলাইন অপপ্রচারের শিকার হচ্ছে। এই পরিস্থিতিতে জিয়া সাইবার ফোর্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “শুধু কমিটি গঠন করলেই হবে না, অনলাইন অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করতে হবে। দলবিরোধী অপপ্রচার রুখে দিতে হবে এবং বিএনপির ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কেএম হারুন অর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার মিয়া রাজিবুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি ও গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর শাখার ৬৮ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি অনলাইন অঙ্গনে বিএনপির পক্ষে সংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে।








