
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে, জানাল স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যুর ৭ জনই হাসপাতালে ভর্তির দিনই মারা যান, যা দেরিতে চিকিৎসা পাওয়ার কারণে সম্ভব হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ডেঙ্গু পরীক্ষা এবং চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে যেতে হবে।
এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১২ জনে। ২৪ ঘণ্টায় আরও ১,০৪২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৮৯৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু চিকিৎসায় সমস্ত হাসপাতালে পর্যাপ্ত কিট, স্যালাইন এবং ওষুধ মজুদ আছে, তবে মশক নিয়ন্ত্রণ ও দ্রুত শনাক্তকরণের পাশাপাশি গাইডলাইন অনুযায়ী চিকিৎসার গুরুত্ব রয়েছে।
				 Post Views: ৫৮
			
				
				
				




				
															
				



