মো মানিক হোসেন বিজয় :
সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য এবং পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি (সঅবাস) একটি ব্যতিক্রমী ফল উৎসবের আয়োজন করতে যাচ্ছে। এটি আগামী ১১ জুলাই ২০২৫, শুক্রবার, বিকেল ৫টায় টঙ্গীর চেরাগ আলীস্থ টঙ্গী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে। এই মনোজ্ঞ আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০০ সাংবাদিক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সঅবাসের চেয়ারম্যান সুমন চৌধুরী জানান, তাদের কেন্দ্রীয় কার্যালয় টঙ্গীর দত্তপাড়ায় হওয়ায় টঙ্গী প্রেস ক্লাবকে এই ফল উৎসবের কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এই উৎসবে গাজীপুর জেলার প্রায় সকল সাংবাদিক সংগঠনের সদস্যসহ উত্তরা ও ঢাকার বহু সাংবাদিকের আগমন ঘটবে, যা এটিকে একটি বিশাল মিলনমেলায় পরিণত করবে।
সঅবাসের কোষাধ্যক্ষ রাজু আহমেদ তাইজুল বলেন, "সঅবাস কেবল সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে জড়িত। এমন নিয়মিত আয়োজন সাংবাদিকদের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় করে।"
এই ফল উৎসব সফল করতে সুমন চৌধুরী, রাজু আহমেদ তাইজুল, সুজন আহমেদ, মানিক হোসেন বিজয়, আশরাফুল ইসলাম সহ সঅবাসের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সহযোগী ও অংশীদারগণ:
এই উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে: ওয়ার্ড বাংলা টিভি ডট কম, সাপ্তাহিক মুক্তির চেতনার বাংলাদেশ, দৈনিক বাংলার বিপ্লব, স্বাধীন কণ্ঠ, দৈনিক আজকের আলোকিত সকাল, জগৎ কণ্ঠ, হক কথা, ক্রাইম পেট্রল বিডি, বৃহত্তর উত্তরা প্রেস ক্লাব, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি, জিবিসি টিভি, এন বিবি, চলমান বিশ্ব, জনতার ক্রাইম, দৈনিক ভোরের বাণী, তালাশ বিডি, এশিয়া বার্তা, দৈনিক সংবাদ সমাচার, টি এ ফ্যাশন, দৈনিক রোজ খবর, এবং মডার্ন ফার্মেসী।
আয়োজকরা এই সাংবাদিক মিলনমেলা ও ফল উৎসবে সকল সাংবাদিককে আন্তরিকভাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আশা করা যায়, এই আয়োজন সাংবাদিকদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় মুহূর্ত নিয়ে আসবে।