বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন সংক্রান্ত একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি লোগো পরিবর্তনের বিষয় নয়; বরং প্রথমবারের মতো একটি স্থায়ী লোগো চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) দলের দুজন কেন্দ্রীয় নেতা জানান, জামায়াতে ইসলামীর নির্দিষ্ট কোনো লোগো বা পতাকা আগে কখনোই ছিল না। শুধু নির্বাচনী প্রতীক থাকলেও এখন একটি স্থায়ী লোগো নির্ধারণের কাজ চলছে এবং কয়েকটি প্রস্তাবিত নকশা তৈরি করা হয়েছে।
তাদের ভাষ্যে, সেদিন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকদের সাক্ষাৎকালে যে লোগোটি দেখা গেছে সেটিও কেবল একটি প্রস্তাবিত নকশা।
এর আগে, রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় দাঁড়িপাল্লার সঙ্গে দোয়াত ও জাতীয় পতাকা সংমিশ্রিত একটি লোগো দেখা যায়, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।