জরুরি বিজ্ঞপ্তি দিল জিয়া সাইবার ফোর্স

জাতীয় সংগীত পরিবর্তন করা নিয়ে, একটি অসত্য তথ্য সংবলিত লেখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম কে জড়িয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। যাতে দেখা যায় zia cyber force- zcf নামের একটা পেজ থেকে পোস্ট করা হয়েছিল, পরবর্তী তে তা মুছে দিয়েছে।

৫ই আগষ্টের পর গঠিত সংগঠনটির পেইজ পোস্ট

প্রকৃতপক্ষে এই ধরনের কোনো লেখা প্রচারের সাথে, জিয়া সাইবার ফোর্স কোনো ভাবেই সংশ্লিষ্ট নয়। এমনকি উল্লেখিত পেজটি জিয়া সাইবার ফোর্সের নয়।

এমন কোনো লেখা ঘিরে জিয়া সাইবার ফোর্স নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না, আশা করি এবং ৫ আগস্ট এর পর উক্ত সংগঠন অবির্ভাব হয়ে নানান সময় নানান বির্তকের তৈরি করে বিএনপি কে হেয় প্রতিপন্ন করার লক্ষে উক্ত সংগঠন অপতৎপরতা চালিয়ে আসছে। উক্ত সংগঠন এর সাথে জিয়া সাইবার ফোর্স এর সাংগঠনিক কার্যকলাপে কোন সংশ্লিষ্টতা নেই এবং উক্ত জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ) সংগঠনের বিভ্রান্তিকর পোস্টের জন্য জিয়া সাইবার ফোর্স সংগঠন বহন করবে না।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন