গাজীপুর: টঙ্গী প্রেস ক্লাবে আগামীকাল সাংবাদিকদের মৌসুমি ফল উৎসব ও মিলনমেলা

মো: মানিক হোসেন বিজয়, গাজীপুর:

সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে আগামীকাল শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫, টঙ্গী প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য মৌসুমি ফল উৎসব ও মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় শুরু হতে যাওয়া এই আয়োজনে গাজীপুরসহ দেশের প্রতিটি জেলার সকল সাংবাদিক সহযোদ্ধাদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

এই ব্যতিক্রমী উদ্যোগের প্রধান লক্ষ্য হলো সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করা। আয়োজকরা প্রত্যাশা করছেন, ফল উৎসবের এই আনন্দঘন পরিবেশে সাংবাদিকরা নিজেদের মধ্যেকার সব বিভেদ ভুলে এক ছাদের নিচে আসবেন। এটি গণমাধ্যম কর্মীদের মধ্যে একটি ইতিবাচক বার্তা দেবে এবং পেশাগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

সংগঠনের নেতৃবৃন্দ জোর দিয়ে বলেছেন, সাংবাদিক সমাজ হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তাঁদের মূলমন্ত্র হলো ভালোবাসা ও ঐক্যের মধ্য দিয়ে আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করা। শুক্রবারের এই মিলনমেলা তাঁদের এই প্রতিশ্রুতিরই এক বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠবে।

এই আয়োজন শুধু সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক তৈরি করবে না, বরং পেশাগত ব্যস্ততার মাঝে একটি আনন্দময় পরিবেশে মিলিত হওয়ার এবং একে অপরের সঙ্গে মতবিনিময়ের সুযোগও করে দেবে। এটি সাংবাদিকদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করবে এবং তাঁদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। সাংবাদিকদের এমন একটি মিলনমেলা দেশের প্রতিটি জেলায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন