আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরে জানা গেছে, Gaza Freedom Flotilla-এর নেতৃত্বে থাকা ‘Alma’ নামের জাহাজটি যাত্রাপথে অন্যান্য জাহাজকে সতর্ক করেছে যে সামনে ইসরায়েলি নৌবাহিনী চারটি sea mine স্থাপন করেছে। এ অবস্থায় ইসরায়েলি নেভি জাহাজটির ক্যাপ্টেনকে সরাসরি হুঁশিয়ারি দেয়, তারা চাইলে ফ্লোটিলাকে আটক করবে। তবে ক্যাপ্টেন স্পষ্ট জানিয়েছেন, তিনি ইসরায়েলি নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে যাত্রা অব্যাহত রাখবেন।
বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি যেকোনো সময় বড় ধরনের অঘটনের জন্ম দিতে পারে। এমনকি পুরো ফ্লোটিলার যাত্রীদের আটক হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক থাকলেও বাংলাদেশের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই। সেই কারণে আমাদের প্রিয় শহীদুল আলমকে নিরাপদে মুক্ত করা নিঃসন্দেহে একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এ অবস্থায় সবার একমাত্র প্রত্যাশা, আল্লাহর রহমতে শহীদুল আলমসহ ফ্লোটিলার সব যাত্রী যেন নিরাপদে দেশে ফিরে আসতে পারেন।
ফি আমানিল্লাহ।