গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক-

দখলদার ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ৯১ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সংঘটিত এসব হামলায় নিহতদের মধ্যে ৪৮ জন গাজা সিটির বাসিন্দা। এদের মধ্যে অন্তত ছয়জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমা বর্ষণ করেছে। প্রতিদিন গড়ে শতাধিক মানুষ নিহত হলেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন— সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। বরং তিনি হামলার মাত্রা আরও বাড়ানোর হুমকিও দিয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তি হয়েছে বলে তাঁর ধারণা। তবে হামাস বলছে, তাদের কাছে এ বিষয়ে কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। ট্রাম্প সোমবার (২৯ সেপ্টেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গাজা যুদ্ধ এখন পর্যন্ত কমপক্ষে ৬৫ হাজার ৫৪৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে এবং আহত করেছে অন্তত এক লাখ ৬৭ হাজার ৫১৮ জনকে। ধারণা করা হচ্ছে, আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের আক্রমণে ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন