
বরিশালের গৌরনদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মো. মাইনুল ইসলাম পলাশ ফকির (২৬) ও সৌদি প্রবাসীর স্ত্রী ঝুমুর খানমকে (২৫) হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাইনুল ইসলাম পলাশ ফকির গৌরনদী উপজেলার বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম। তিনি উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে ও গৌরনদী উপজেলা শিবিরের বহিস্কৃত সাবেক সভাপতি।
এ প্রসঙ্গে রাত ১০টা ৪০ মিনিটে মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার এসআই জুয়েল হাওলাদার আমার সংবাদকে বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। তাই পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে অশ্লীল ও বেহায়পনার অভিযোগে মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনূস মিয়া জানান, অভিযুক্তদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে গৌরনদী উপজেলা জামায়াত আমির মাওলানা আল আমিন বলেন, এক বছর পূর্বে গৌরনদী উপজেলা শিবিরের সভাপতি ছিলো। অনৈতিক কাজে লিপ্ত হওয়ার পর তার সাথে সম্পর্ক ছেদ করা হয়েছে। এরপর তার কোনও খোঁজ আমাদের কাছে ছিলো না। শুক্রবার শুনতে পেয়েছি বদরপুরে আবারো একই ঘটনায় আটক হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।