গণতন্ত্রের পুনরুদ্ধারে ঐক্যের অঙ্গীকার: শহিদ জিয়া–খালেদা জিয়ার মাজারে গাজীপুর-২ এর বিএনপি প্রার্থী রনির শ্রদ্ধা

গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির দুই অবিস্মরণীয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

রবিবার ঢাকায় অবস্থিত জিয়া ও খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। এ সময় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করা হয়।

মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ সময় এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন— গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, এডভোকেট শহিদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, হান্নান মিয়া হান্নু, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাসক বসির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমান ও সদস্য সচিব খান জাহিদ হাসান নিপু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন