খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুহাম্মাদ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় “মুহাম্মাদ ফাউন্ডেশন”-এর উদ্যোগে অসহায় ও বিধবা মা–বোনদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (০১ নভেম্বর ২০২৫) ঢাকার উত্তরখান থানার চামুরখান এলাকায় এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ আফাজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মাদ আফাজ উদ্দিন বলেন,
“আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। পাশাপাশি জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করবেন। তিনি জাতির স্বপ্ন—একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমঅধিকারপূর্ণ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

তিনি আরও বলেন,
“অসহায় ও বিধবা মা–বোনদের মুখে হাসি ফুটাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ইনশাআল্লাহ, আজকের এই সহযোগিতা কেবল শুরু— ভবিষ্যতেও সমাজের প্রান্তিক ও অবহেলিত মানুষের পাশে থেকে মানবিক দায়বদ্ধতা নিয়ে কাজ চালিয়ে যাবো।”

দেশের ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন,
“জনাব তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হচ্ছে, সেখানে বৈষম্য, দুর্নীতি, হানাহানি, মাদক ও অন্যায়ের কোন স্থান থাকবে না। প্রতিটি নাগরিক সম্মানের সঙ্গে বাঁচবে, সন্তানেরা শিক্ষার আলো পাবে— এটাই আমাদের অঙ্গীকার।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—
উত্তরখান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তানজিম,
উত্তরখান থানা বিএনপির সদস্য মাহবুবুর রহমান রনি,
উত্তরখান থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসতিকুল বাসেদ,
উত্তরখান থানা জাসাসের আহ্বায়ক শাহিন মৃধা ও যুগ্ম আহ্বায়ক ইকবাল বাহার,
উত্তরখান থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হৃদয়,
মহিলা নেত্রী রূপা ইসলামসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন