সংবাদ:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাত দিনব্যাপী শোক পালনের কর্মসূচি গ্রহণ করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকার এভারকেয়ার হাসপাতাল-এ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। দলের পক্ষে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শোককালজুড়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব পর্যায়ের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে দলের সকল নেতাকর্মীকে সাত দিন কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।
এ ছাড়া প্রতিটি দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন থাকবে। গুলশান, পল্টন এবং জেলা পর্যায়ের কার্যালয়গুলোতে শোক বই খোলা হবে, যেখানে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা খালেদা জিয়ার স্মরণে মন্তব্য লিখতে পারবেন।
খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।