উড্ডয়নের ৮ ঘণ্টা পর ফিরে এল বিমান, জানা গেল চাঞ্চল্যকর কারণ
এয়ার ইন্ডিয়া এর মুম্বাই-নিউইয়র্ক ফ্লাইট উড্ডয়নের ৮ ঘণ্টা পর নিরাপত্তা হুমকির কারণে ফিরে এসেছে মুম্বাই। বিমানটির ক্রুদের কাছে বোমা হামলার হুমকি আসার পর পাইলট ফ্লাইটটি মুম্বাই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইটটি আজারবাইজানের উপর দিয়ে উড়ছিলো, যখন বিমানটির ক্রুদের কাছে বোমা হামলার হুমকি আসে। হুমকির পর বিমানটি গতি পরিবর্তন করে এবং মুম্বাইয়ে ফিরে আসে।
সোমবার (১০ মার্চ) স্থানীয় সময় রাত ২টায় মুম্বাই এয়ারপোর্ট থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করে ভারতীয় বিমান সংস্থার বোয়িং ট্রিপল সেভেন মডেলের বিমানটি। ৩ শ’র বেশি যাত্রী নিয়ে সকাল সাড়ে ১০টায় আবারও মুম্বাই এয়ারপোর্টে ফিরে আসে এটি।
এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা হুমকি পাওয়ার পর মুম্বাইতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। যাত্রীদের থাকার ব্যবস্থা, খাবার ও অন্যান্য সহায়তা দেয়া হয়েছে বলেও জানানো হয়।