
সংবাদ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ থেকে আনুষ্ঠানিক সংলাপ কার্যক্রম শুরু করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে পৃথক দুটি সেশন অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম সেশনে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ চলবে।
নির্বাচন কমিশনের প্রধান এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হবে। সংলাপগুলো নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক-সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থা ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধাপে ধাপে সংলাপ অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া এ প্রক্রিয়া এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
				
				




				
															
				



