
স্টাফ রিপোর্টার ॥
নতুন রাজনৈতিক দল আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব মো. তারেক রহমান ইসি ভবনের সামনে আমরণ অনশন করছেন।
এ অনশনরত তারেকের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে তিনি অনশনস্থলে গিয়ে বিএনপির পক্ষ থেকে সংহতি জানান।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।
এর আগে গত মঙ্গলবার বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন শুরু করেন আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি ঘোষণা দিয়েছেন—দলটির নিবন্ধন না পাওয়া পর্যন্ত এই অনশন চলবে।
এদিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রুহুল কবীর রিজভী ইসি কার্যালয়ের সামনে অনশনস্থলে উপস্থিত থেকে আমজনতা দলের নিবন্ধনের দাবিতে সংহতি প্রকাশ করছেন।
Post Views: ৬








