
সংবাদ-
আজ শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে সকাল ১০টায় পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হবে।
বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশের অপার সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি অনন্য আয়োজন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশীয় পণ্যের প্রচার, প্রসার এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে এই মেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাসব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি দর্শনার্থী, ভোক্তা, ক্রেতা ও আমদানিকারকদের সামনে দেশের গুণগত মানসম্পন্ন পণ্য উপস্থাপনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক পণ্যের নকশা, মান ও বাজারপ্রবণতা সম্পর্কে ধারণা লাভের সুযোগ তৈরি হয়।
এদিকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন অনলাইনের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে অন-স্পট টিকিট ক্রয়ের পাশাপাশি অনলাইনে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যেখানে কিউআর কোড স্ক্যান করে প্রবেশ করা যাবে।
তিনি আরও জানান, যাতায়াত সুবিধা বাড়াতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিস যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, মূলত ১ জানুয়ারি থেকে মেলা শুরুর কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে আজ ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা আয়োজন সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আয়োজন করা হচ্ছে।









