সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ট্রাম্পের

সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ মে) সৌদি আরব সফরে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

ট্রাম্প জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে সিরিয়া। ট্রাম্পের ঘোষণার পর উল্লাস শুরু হয় দেশটিতে।

অপরদিকে, চলমান সৌদি সফরে ট্রাম্প ও সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার মধ্যে বৈঠকের ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউজ।

এর আগে, বাশার আল আসাদের আমলে সিরিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন তিনি।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন