ভোটের আগেই ক্ষমা ও প্রতিশ্রুতি—ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী প্রচারে বিএনপি প্রার্থী

সংবাদ:
নির্বাচনী প্রচার শুরুর আগেই ভোটারদের দৃষ্টি আকর্ষণে অভিনব উদ্যোগ নিচ্ছেন বিএনপির প্রার্থীরা। দেশজুড়ে এমন তৎপরতার মধ্যেই ব্যতিক্রমী এক নজির গড়েছেন ঢাকা-১৮ সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

উত্তরার ৯ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় তিনি অফিসিয়াল প্যাডে লেখা একটি চিঠির সঙ্গে আলাদা করে ‘স্যরি’ ও ‘ধন্যবাদ’ জানিয়ে স্থানীয়দের কাছে পৌঁছে দিচ্ছেন বার্তা। নির্বাচনী সময়ে নেতাকর্মী ও সমর্থকদের বাড়তি উপস্থিতিতে যেন এলাকাবাসীর কোনো ভোগান্তি না হয়—সেই বিষয়ে আগাম সতর্কতাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে নির্বাচিত হওয়ার আগেই জনগণের কাছে নিজের জবাবদিহিতার বার্তাও স্পষ্ট করেছেন তিনি।
ঢাকা-১৮ আসনের অন্তর্ভুক্ত উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও তুরাগ থানা। এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার, যার মাধ্যমে দেশের ২৭টি জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ স্থাপিত হয়। আন্তর্জাতিক বিমানবন্দর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্য কেন্দ্রিক গুরুত্বের কারণে এই আসনের ভোটারদের প্রত্যাশাও তুলনামূলক বেশি।

বিএনপির তৃণমূল নেতাকর্মীরাও চান ঢাকায় দলীয় প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে দেখতে। এ প্রসঙ্গে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জানান, অঞ্চলভিত্তিক সমস্যার সমাধান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় তিনি দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী।

এই আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলীয় জোটের প্রার্থী, এনসিপির আরিফুল ইসলাম আদীব।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন