ফুলগাজী উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ককে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়

আলাউদ্দিন,ফেনী জেলা প্রতিনিধি:

০৯-০৪-২০২৫ইং (বুধবার) ফুলগাজী উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম ভূঁইয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ফুলগাজী উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন পল্টন থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহীদ ও যুবদল নেতা সাইফুল, হাতিরঝিল থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, ফুলগাজী উপজেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব আব্দুল আরিফ ও যুগ্ম আহ্বায়ক মনির, দরবারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, দরবারপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আলী আকবর, মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রদল নেতা শরিফ, ফারুক ও রিয়াদ সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের বহু নেতাকর্মী।

উল্লেখ্য বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বিভিন্ন ধরনের হামলা ও মামলার শিকার হয়ে আরব আমিরাতের দুবাই পালিয়ে যান তিনি। মামলা এবং হুমকির কারণে দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি।

২০২৪-এ জুলাই-আগস্টে ছাত্র জনতার গন-আন্দোলনের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর মুক্ত দেশে ফিরে আসেন জাহিদুল ইসলাম ভূঁইয়া।
এতে উপজেলার জাতীয়তাবাদী আদর্শের সকলে খুবই আনন্দিত।

জাহিদুল ইসলাম ভূঁইয়া তাকে শুভেচ্ছা জানানোয় সবাইকে ধন্যবাদ জানান।

Facebook
X
WhatsApp

মন্তব্য করুন