
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যু আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, জনগণ আগামী নির্বাচনে নিজেদের রায় দিয়ে প্রমাণ করবে বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক। তিনি আরও জানান, পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ে আন্দোলন করার বিষয়টি এখনো পরিষ্কার নয় এবং এ ব্যাপারে সিদ্ধান্ত আগামী সংসদে নেওয়া হবে।
তিনি সংসদ পদ্ধতির প্রসঙ্গেও বলেন, বিএনপি উচ্চকক্ষের পক্ষে, যা একটি নতুন অভিজ্ঞতা, তবে নিম্নকক্ষের ধারণা বাস্তবসম্মত নয়।
				 Post Views: ৩৩
			
				
				
				




				
															
				



